Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | নিলয় গোস্বামী |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












নিলয় গোস্বামী
মিউটেশন
যুবতী অরণ্য,
মেঘ শুয়ে আছে সবুজের সীমাহীন ছাদে
ভিজে চলছে গুহাচিত্রের তুলতুলে শরীর।

পাইনের লিবিডো ভরে দেয় ভূমির বিয়োনো রুপ।

সংলাপে কার্বন মাদি হরিণীর ঘোর শীৎকার ঢাকছে।
ভেসে আসছে আয়নার শরীর।

পাতার ব্রহ্মতালুতে নাগপঞ্চমী সাজিয়েছে জোনাকির থাবা।

আলোর চৌকাঠ ভেঙে উবে আসে প্রতিবাদী ধাতব প্রহর।

মুচমুচে ইংগিতে মিউটেশন বদলে দেয়
কসমিক প্রণয়। 

সত্তার ধ্বংসস্তূপের ছাই
আজ শিয়রে অতীত জমিয়ে রেখেছে, 

বৃক্ষমাচায় ক্রমশ বেড়ে যায় নির্ঘাত অন্তিম।

মমির হিমঘরে জেগে ওঠে রুপের আগুন।


চন্দ্রস্নান

এই যে রাত বেড়ে যাচ্ছে,দীঘা'র জলরাশি গড়িয়ে আসছে চঞ্চল প্রহরের দিকে।
আমি বাংলো থেকে মিনিট পাঁচেক দূরে
সৈকতের শরীর নাড়াচাড়া করছি।

নির্জনতাকে এপাশ-ওপাশ করে
বিষাদী কবিতা শোনাচ্ছি।

একটি হ্যাংলা আলো বারবার আমার
স্নায়ুঘরে ছোঁয়াছুঁয়ি খেলছে।

কী চায় সে? রেমিডি না বিক্ষিপ্ত প্রহরের রেশ?

হাত বাড়ালেই আমি খুঁজে পাই ঢেউ এর দগদগে ক্ষত। ছাইরঙা অশ্রুজল। শোঁশোঁ শব্দ।

তুমি বলো গর্জন আর আমি দেখি
শূন্যতা আর অভিযোগের শৃঙ্গারে ভেসে আসা সৎকার

প্রহর আগলে রাখে সময়ের বাদামি রঙের চন্দ্রস্নান।

ফেরা আর না ফেরার মাঝের সময় টুকুই 
খাঁটি অনুভব।

জলেরদামে ভালোবাসা কিনতে চাওয়া প্রেমিক আমি,পুরো সমুদ্রটাতে তোমাকে চাই।

বৃষ্টির কাছে আবদার করেছি আমি,পুরো আকাশটাতেই তোমাকে চাই।
নির্জনতায় অসচেতন বর্ষণে ঝরে পড়ও আমার গায়।

No comments: