Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | আলিমন নেছা মনি |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












আলিমন নেছা মনি

দীর্ঘ রজনীর বিলাপ

কথা বলতে চাই অতঃপর থেমে যায়
সন্ধ্যার ট্রেন ছেড়ে গেলে কানে শোনা যায় হুইসেল
পড়ে থাকে নিঘুমছায়া, দীর্ঘ রজনীর বিলাপ
তুমি চুমুখাও সুন্দরের ঠোঁটে ---
জ্বলে উঠা প্রদীপের নিয়নআলোয়, যেখানে অন্ধকার তার নিজস্বতা হারায়
অথচ আমার ভেতরের যাতনাগুলো সেজদা করে
চাঁদের দিকে ঝুঁকে, সব ঝুট হ্যায় সব ঝুট হ্যায়
বলে চলে যায় পথচারী হারু মনিমাতাল
ফুল ফোটে শুকিয়ে যায় রক্তজবা,
চেয়ে থাকে পরাগরেনু, তৃষ্ণার্তপৃথিবীর নখে দাড়িয়ে থাকে ক্ষণকাল
মেঘগুলো উড়ে চলে যায়,
মূর্তি হয়ে দাড়ায় পাহাড়ের মুখে, পাহাড়গুলি ধ্বসে পড়ে
সকল নিষ্ঠুরতায়
রাত শেষ হয়ে ফিরে আসে ভোর, সরললাইনে চলে নতুন ট্রেন,
রঙচঙ কামরায় বসানো লাইটের তীর্যক রশ্নি,
ভ্রমনের বিব্রস্ত বাগানে অগণিত কষ্টের দাগ রেখে যায়

No comments: