Wednesday, August 12, 2020

| অণুুগল্প | শুভ্রনীল চক্রবর্তী |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || 
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| || দ্বিতীয় বর্ষ ||












শুভ্রনীল চক্রবর্তী
Maa Private Ltd.

সকালবেলা রোজকারের মত নীলাভ কফিমাগটা ডানপাশে রেখে লগ ইন করলো --- 
  হঠাৎ রিংটোন বেজে উঠতেই তাকিয়ে দেখলো মম কলিং ।
একটু বিরক্ত ভাবেই ফোন ধরে বললো - 
" মা তোমাকে কতবার বলেছি এই সময় ফোন করবেনা , কতো চাপ থাকে জানো সকালে ? সকালে উঠেই ইন্টার্নাল স্ট্যাটাস কল তারপর ক্লায়েন্ট মিটিং ____ "
হয়তো ওপার থেকে কিছু কথা ভেসে আসার চেষ্টা করছিল কিন্তু তার আগেই -" আমি এখন রাখছি বিকেলে ফ্রী হলে কল করবো " বলে ফোনটা কেটে দিলো ।
        আবার দু মিনিট বাদে মম কলিং ---
" উফ্ , মা একবার বললে বোঝনা  ? তোমাদের জন্য কি চাকরি বাকরি ছেড়ে চলে আসবো নাকি "? 
ওপার থেকে ভেসে এলো একটু ভারী পুরুষালি গলা - " হ্যাঁ, হ্যালো আমি বরানগর থানা থেকে বলছিলাম , আজ সকালে একটা লরি এসে ----- 
     আমরা এই মাত্র বডিটা লোকেট করলাম " 
এপারে এক পৃথিবী শেষ নিস্তব্ধতা 
    " হ্যালো , নীলাভবাবু শুনতে পাচ্ছেন ?" 

No comments: