Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | নজরুল ইসলাম পারভেজ |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












নজরুল ইসলাম পারভেজ 
মায়াময়

সূর্য ডুবা বিকাল সাজাই
সুন্দরের কাছে অন্ধকার জমাই
          বিবর্ণ রঙে রঙ্গিন হই। 
বেদনার কাছে গান শুনি
প্রিয় সুরের স্বপ্ন বুনি
           মায়াময় সুখে মগ্ন রই। 


বাবার আকাশ ছুঁই

মাঝে মাঝে বাবার আকাশ ছুঁই
গোপন বৃষ্টিপাতে ডুবি
বেদনার রঙে সুখ হারাই।

বাবার আকাশে বাবা হই
বাবার কষ্ট ছুঁই।


বালিকার রঙে
  
বালিকার রঙে হারিয়ে যাই।

স্বপ্নের ভেতর ফুল ফুটে 
           ভ্রমর নাচে
গুঞ্জরিত সুখ হারাই বালিকা রঙে। 

No comments: