|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
রয়েল পাল
রয়েল পাল
তোমার নামের পাশে সবুজবাতি
তোমার নামের পাশে সবুজবাতি,
সবুজবাতিতে খুঁজি জীবনের রঙ।
সবুজবাতিতে খুঁজি জীবনের রঙ।
বয়স কমে রোজ। আঙুল কথা বলে।
ভেতরে বসন্ত।হাওয়ায় ওড়ে শরীর।
রাত ছোট হয়।কান পাতলেই ঘুম।
ভেতরে বসন্ত।হাওয়ায় ওড়ে শরীর।
রাত ছোট হয়।কান পাতলেই ঘুম।
মাস হলো আলাপ।কত কি শুভবার্তা!
সূর্যমুখীর রূপ।বুকে ফোটাল মৌমাছি।
সমস্ত বর্ষা ঢেলে দিল কফির কাপে।
হাতের রেখায় নাম।স্বপ্ন এঁকে দিল বীজের।
সূর্যমুখীর রূপ।বুকে ফোটাল মৌমাছি।
সমস্ত বর্ষা ঢেলে দিল কফির কাপে।
হাতের রেখায় নাম।স্বপ্ন এঁকে দিল বীজের।
একদিন হঠাৎ;
বসন্তের একটা পাতাও নড়ল না।
টু শব্দ নেই মনবাজি ধরা কোকিলের।
রহস্য ভরা নদী।পর্বত কিংবা অরণ্যের।
আড়ালে মন দাঁড় করিয়ে রাখল সন্ধ্যায়।
বসন্তের একটা পাতাও নড়ল না।
টু শব্দ নেই মনবাজি ধরা কোকিলের।
রহস্য ভরা নদী।পর্বত কিংবা অরণ্যের।
আড়ালে মন দাঁড় করিয়ে রাখল সন্ধ্যায়।
দিনগুলো বড় হচ্ছে।কপালের ভাঁজে বয়স।
চুল সাদা হয়ে যাচ্ছে মাথা আঁচড়ালেই।
চুল সাদা হয়ে যাচ্ছে মাথা আঁচড়ালেই।
কি হল তার? কি ছিল দোষ?
কেন খামখেয়ালি? খবর নেই কেন শুভবার্তার!
কেন খামখেয়ালি? খবর নেই কেন শুভবার্তার!
তোমার নামের পাশে সবুজবাতি,
সবুজবাতি কখনো কখনো জীবনের রঙ ।
তোমার নামের পাশে সবুজবাতি,
সবুজবাতি কখনো কখনো সন্দেহের।
সবুজবাতি কখনো কখনো জীবনের রঙ ।
তোমার নামের পাশে সবুজবাতি,
সবুজবাতি কখনো কখনো সন্দেহের।
পুরনো প্রেমিকা
প্রেমের কবিতা লেখার চেয়ে পুরনো প্রেমিকাকে
কেমন আছো বলা বেশ কঠিন।
যদি সে উত্তর হারায় ! যদি ওপাশ ফিরে মুখ !
যদি পুরনো ভুলের ঠোঁটে হঠাৎ ঝড় !
কেমন আছো বলা বেশ কঠিন।
যদি সে উত্তর হারায় ! যদি ওপাশ ফিরে মুখ !
যদি পুরনো ভুলের ঠোঁটে হঠাৎ ঝড় !
সে যদি বলে, "সিগারেট কি এখনো টানো,
ছাইপাঁঁশ সেই বন্ধুরা কি এখনো গলায় গলায়?"
মাঝরাতে কার মুখের উপর বাজপাখি হও!
ছাইপাঁঁশ সেই বন্ধুরা কি এখনো গলায় গলায়?"
মাঝরাতে কার মুখের উপর বাজপাখি হও!
ঠিক এই তীরগুলোই কবির ক্ষত-
পালক বিহীন শরীর।
বন্ধ জানালা !
সমিধও।
পালক বিহীন শরীর।
বন্ধ জানালা !
সমিধও।
প্রেমের কবিতা লেখার চেয়ে পুরনো প্রেমিকার
চোখে চোখ রাখা বেশ কঠিন।
যদি সে সরিয়ে নেয় চোখ ! যদি ঢেউ ওঠে কাজল দিঘীতে।
মেঘলা হয়ে যায় জলছবি!
চোখে চোখ রাখা বেশ কঠিন।
যদি সে সরিয়ে নেয় চোখ ! যদি ঢেউ ওঠে কাজল দিঘীতে।
মেঘলা হয়ে যায় জলছবি!

No comments:
Post a Comment