Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | মাসুদার রহমান |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












মাসুদার রহমান
হিন্দুগাছ 

এক একটি শ্বাসকষ্টের দিনে চা-এ তুলসিপাতা মিশিয়ে খাচ্ছি। আর ভাবছি, তুলসিগাছ হিন্দুবাড়ির গাছ
গাছের জগতে তাহলে তুলসিগাছ হিন্দু-ই!
এই কাঠুরে-মুলুকে সব আহম্মক কাঁ হে কাঁ! না হলে কে ভাবছে, তুলসির পুরুষাঙ্গ ছেঁটে তাকে মধ্যবর্তী বানাতে
           
জোনাকিবন
বাদাম ভাঙতে গিয়ে মনে হল, বিকেল ভেঙেছি। না হলে তো ঝুপ করে বনপথে সন্ধ্যে হতো না
পাখিরা ফিরছে ঘরে; আমিও ফিরতে চাই 
শক্ত খোসার মধ্যে বাদামের লাল লাল পাতলা বাকলগুলো বাতাসে যা উড়িয়েছি। এখন সেসব বাঁশবনে উড়ছে; হয়ে অজস্র জোনাকি
জোনাকির বনে একা বহুদূর হেঁটে যাই


No comments: