|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| || দ্বিতীয় বর্ষ ||
পার্থ সারথি চক্রবর্তী
আশীর্বাদ
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| || দ্বিতীয় বর্ষ ||
পার্থ সারথি চক্রবর্তী
আশীর্বাদ
প্রতিদিনের মতো আজ সকালেও ছাদে। বাগানের গাছগুলির পরিচর্যা করেই সকালটা যায় অশোকবাবুর।এক্স-ন্যভাল কমান্ডার । সুঠাম চেহারা । শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা আর কর্মযোগে তার বিশ্বাস । সকালে ঘন্টা-দুয়েকের কাজ বাগানে । রিটায়ার করার পর বেসরকারি চাকরিতে যোগ দেবেন কিনা, সেটাই ভাবছেন ।হঠাৎ কানে বাজল রবীন্দ্রসংগীতের সুর। চমকে উঠলেন। যেন মিষ্টির গলা ।পরক্ষণেই বুঝলেন, পাশের বাড়ির মেয়েটি গাইছে।
মিষ্টির গলাটা বেশ ভালো ছিল।যদিও হারমোনিয়াম নিয়ে কিছুতেই বসত না।তবে পড়ার ব্যপারে বরাবরই মনোযোগী ছিল। অশোকবাবুর চাকরিতে অনেকটা সময় দুর্গম এলাকায় কাটাতে হয়েছে ।কৃষ্ণার কাছেই শুনত, একমাত্র সন্তান মিষ্টিকে পড়া নিয়ে কখনো তেমন বলতে হতো না । কৃষ্ণা একাহাতেই মেয়েকে বড় করেছে।মাধ্যমিকে খুব ভাল নম্বর পেলেও আর্টস নিয়েছিল ।শৈশব থেকেই অশোকবাবু মেয়ের মধ্যে যে আত্মসম্মানবোধ ও আত্মবিশ্বাস ঢুকিয়েছিলেন, সেটা দিনদিন মহীরুহ হয়ে উঠছিল ।কে জানে, সেটাই হয়তো জেদিও করে তুলছিল মিষ্টিকে ।নিজের সিদ্ধান্তে অটল থাকতো বরাবর। ভীষন লজিক্যলও বটে।
মাস্টার্সে ভর্তির সময় অশোকবাবু কোচিনে পোস্টেড । অশোক অবসরে কৃষ্ণার থেকে ফোনে শুনত সব খবরাখবর ।ইদানিং আরো জেদি হয়েছে মিষ্টি। পড়াশোনা করে,কিন্তু কোথাও একটা আনমনাভাব ! স্বামী-স্ত্রী অল্প হলেও চিন্তিত ।একমাত্র সন্তান। অশোক ভাবে দুবছর পরে যখন রিটায়ার করবে, ততদিনে মাস্টার্স ও কমপ্লিট হয়ে যাবে।চাকরি ও একটা নিশ্চই পাবে মিষ্টি । ওর তো সিভিল সার্ভিসে যাবার ইচ্ছা।
কে জানত, অদৃষ্ট অন্য কিছু ভেবে রেখেছে!অশোক এক রাতে কৃষ্ণার ফোন পেল। মিষ্টি বাড়ি থেকে চলে গেছে!চিঠি লিখে রেখে গেছে, রফিকের সাথে ঘর বাঁধবে বলে। যেহেতু বাড়ির গোঁড়ামি কখনো একটি মুসলিম ছেলেকে বিয়ের ব্যাপারটা মেনে নেবে না, তাই তার এমন সিদ্ধান্ত! আকাশ ভেঙে পড়েছিল! অশোক ও একই রকম তেজী । কৃষ্ণা বারবার বললেও অশোক রাজি হয় নি মিষ্টিকে ফিরিয়ে আনতে ।
তাই বলে কি,তার কষ্ট হয় না! বুকভরে দূর থেকে আশীর্বাদ করে মেয়েকে!
পাশের বাড়ির মেয়েটির গান যেন মিষ্টিকে মাঝেমাঝে তার কাছে এনে দেয়! চোখ দুটো ভিজে আসে জাঁদরেল কমান্ডারের।

1 comment:
ধন্যবাদ ব্ল্যাকহোল ওয়েবজিনকে অসাধারণ কাজ করে যাওয়ার জন্য ।
Post a Comment