|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
রফিকুল কাদির
কুকুরও বেঁচে থাকে !
ওকে বড় স্বাধীন মনে হয় !
ও বড় মহান !
ওকে খুব দরকরি ভাবি !
ওকে খু্বই হিংসে হয় !
দশ সাল আজ থেকে দশ বছর আগে
যখন তুমি অনেক কচি ছিলে
গালের টোল আরও কোমল ও কমনীয় হয়ে
রফিকুল কাদির
বেঁচে থাকো স্বার্থপর
যোভাবে আছ থাকো
থাকো কোন মতে
কেঁচো বা সাপের মতো
অথবা আরশোলা, কুকুর...
পাখিদের ভুলে যাও
ভুলে যাও দেখেছিলে প্রজাপতি
ফুল বা ঘাসের দোল
কবে কখন মানুষ হেঁটেছিল
ভাসিয়েছিল নৌকা
রাইট ব্রাদাররা উড়িয়েছিল; উড়েছিল আচানক
জীবনের ঘুড়ি
চোখকে প্রতারক ভেবে
মনকে প্রবঞ্চক ভেবে
উড়িয়ে দাও মন
ভুলে যও
ভুলে যাও
ভুলে যাও মানুষ
ভুলে যাও পৃথিবী
ভুলে যাও
শুধু বেঁচে থাকো
কেবলই বেঁচে থাকো
স্বপ্ন, স্বপ্নের সুখ ভুলে যাও
এই ভুলে যাওয়াটাই জীবন করে নাও
যোভাবে আছ থাকো
থাকো কোন মতে
কেঁচো বা সাপের মতো
অথবা আরশোলা, কুকুর...
পাখিদের ভুলে যাও
ভুলে যাও দেখেছিলে প্রজাপতি
ফুল বা ঘাসের দোল
কবে কখন মানুষ হেঁটেছিল
ভাসিয়েছিল নৌকা
রাইট ব্রাদাররা উড়িয়েছিল; উড়েছিল আচানক
জীবনের ঘুড়ি
চোখকে প্রতারক ভেবে
মনকে প্রবঞ্চক ভেবে
উড়িয়ে দাও মন
ভুলে যও
ভুলে যাও
ভুলে যাও মানুষ
ভুলে যাও পৃথিবী
ভুলে যাও
শুধু বেঁচে থাকো
কেবলই বেঁচে থাকো
স্বপ্ন, স্বপ্নের সুখ ভুলে যাও
এই ভুলে যাওয়াটাই জীবন করে নাও
মানুষ যখন হেরে যায়
কুকুরও বেঁচে থাকে !
ওকে বড় স্বাধীন মনে হয় !
ও বড় মহান !
ওকে খুব দরকরি ভাবি !
ওকে খু্বই হিংসে হয় !
ভ্রমণ
প্রপেলার ঘুড়ে
প্রপেলার ঘুড়তে থাকে
প্রপেলার ঘুড়বে
প্রপেলার ঘুড়ে যায়
আমরা ডোবা পেরোই
আমারা নদী দেখি না
আমরা নর্দমা খাই
পৃথিবীরও গতি আছে
পৃথিবী অক্ষে ঘুড়ে
পৃথিবী সূর্যকে খায়
পৃথিবী রাত্রে ঘুমায়
প্রপেলার ঘুড়ে
প্রপেলার ঘুড়তে থাকে
প্রপেলার ঘুড়বে
প্রপেলার ঘুড়ে যায়
আমরা ডোবা পেরোই
আমারা নদী দেখি না
আমরা নর্দমা খাই
পৃথিবীরও গতি আছে
পৃথিবী অক্ষে ঘুড়ে
পৃথিবী সূর্যকে খায়
পৃথিবী রাত্রে ঘুমায়
আমি কোন পরিযায়ী পাখি
দশ সাল আজ থেকে দশ বছর আগে
যখন তুমি অনেক কচি ছিলে
গালের টোল আরও কোমল ও কমনীয় হয়ে
ফুটে উঠতো লাল আকাশে
চাঁদের মতো।
ঠোটটা ভেজা থাকতো ঘামে
না, না, জানি ওটা ঘাম নয়,
ঠোটটা ভেজা থাকতো ঘামে
না, না, জানি ওটা ঘাম নয়,
ঘামের মতোও না
ওটা অন্য কিছু
না কামরসও--
ভালোবাসার মতো পবিত্র কোন রং,
ওটা অন্য কিছু
না কামরসও--
ভালোবাসার মতো পবিত্র কোন রং,
কোন স্বপ্ন, কোন যাদু
ওকে বৃষ্টিও বলা যায় না
সকালের ঘাসে কী তাকে ফুটেতে দেখিনি
দেখিনি কী চাঁদে
কিন্তু কি নিষ্ঠুর তোমার কোমর
অন্যের বাহু বন্ধনে ভিজেছে জলে
তোমার আঙুল ছুঁয়েছে তার ঠোট
আমি কোন বুভুক্ষু পরিযায়ী পাখি
মাঠ, ঘাট, সমুদ্র, পেড়িয়ে
ছুটতে থাকি, ছুটি
পালিয়ে বাঁচি
জীবনে বেঁচে থাকার এ নিষ্ঠুরতা
জীবনের কাছে শেখা
তোমাদের ঘাম, ভেজা চুল
ওকে বৃষ্টিও বলা যায় না
সকালের ঘাসে কী তাকে ফুটেতে দেখিনি
দেখিনি কী চাঁদে
কিন্তু কি নিষ্ঠুর তোমার কোমর
অন্যের বাহু বন্ধনে ভিজেছে জলে
তোমার আঙুল ছুঁয়েছে তার ঠোট
আমি কোন বুভুক্ষু পরিযায়ী পাখি
মাঠ, ঘাট, সমুদ্র, পেড়িয়ে
ছুটতে থাকি, ছুটি
পালিয়ে বাঁচি
জীবনে বেঁচে থাকার এ নিষ্ঠুরতা
জীবনের কাছে শেখা
তোমাদের ঘাম, ভেজা চুল
মেডুসার মতো আমাকে ঘিরে

No comments:
Post a Comment