Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | পলিয়ার ওয়াহিদ |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||













পলিয়ার ওয়াহিদ 
অসামান্য কুসংস্কার

আমাদের দেখা হয় না, অনেক কাল
হলুদ পাতাবাহার সেই সাক্ষী দেয়
শ্যাওলাধরা দালান একাকী দাঁড়িয়ে থাকে
রঙিন জানালার পর্দা বাতাসে দোল খায়
মায়াবি কোনো ফুলেল পাপড়ির চিবুকে
নুয়ে পড়া ভাদ্রের পাতলা ঋতুর ছায়া
স্মৃতির আদ্র আদরে খুলে পড়ে
অতীতের আকাশি সামিয়ানা
আমাদের উড়ে যাওয়ার ইঙ্গিত
কোথাও লুকিয়ে রাখে তারা
অথচ আমাদের যোগাযোগ শুধু মনে
ক্ষণে ক্ষণে চোখ কেঁপে উঠলে
কিংবা ব্যস্ত খাবারের স্বাদ গ্রহণকালে
ঠোঁটে যখন কামড় দেয় দাঁত
তখন আমাদের ভালোবাসা বেঁচে থাকে
শুধু অসামান্য কুসংস্কারে!


স্বপ্ন

কোথাও একটা কাঠঠোকরা ডেকে উঠলো বুঝি
ভালোবাসার বাড়িতে আজ কুটুম আসবে নাকি?


                                      

No comments: