Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | শাহীন রায়হান |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












শাহীন রায়হান
প্রতিকৃতি
কি অদ্ভুত! তোমার প্রিয় মুখখানি
অন্ধ ঘড়ির মতো উবু হয়ে পড়ে আছে
আমার বারান্দায়

তোমাকে এখন আর আমি ভাবতে পারি না
ভাবতে গেলেই অন্ধ হয়ে যাই
আলোহীন শবযাত্রায় শরীক হয়
আমার দু'চোখ।

ওরা অশ্রু সিক্ত হয় বিলাপ করে
তবু আলো আসেনা, মিশে যায়
আলকাতরার মতো ঘন অন্ধকারে

এখন আমি এক জন্মান্ধ রংতুলি
কালির আঁচড়ে কিছুই আঁকতে পারিনা
তবু ভাবনা এঁকে যায় তোমার প্রতিকৃতি।

নিভৃত নীশিথে

আলো ও আঁধারের মাঝামাঝি দাঁড়িয়ে
সবুজ তুলির মতো, জীবনের প্রতি পাতায়
স্বর্ণলতা শুধু তোমাকেই আঁকি।

কি অদ্ভুত মায়াজালে প্রতিদিন তোমার
মুখোমুখি দাঁড়াই

অভিমানী তুমি চোখের কার্ণিশ ঘেষে
তবু হারিয়ে যাও মেঘের আঁচলে-

অতঃপর আমি -
স্মৃতির ব্যাকরণ ঘাটি অন্তর্জাল ছিঁড়ে
ধ্যানী বৃক্ষের মতো, চোখের পাতায়
নিভৃত নীশিথে খুঁজি, শুধু তোমাকেই।

No comments: