|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মাহমুদ নোমান
বাতাসের বেসাতি
বাতাসের লগে আসে
দাদীর কবর ভাসানো জল
চালের ফুটোয় ডুবোডুবো
আত্মরতির গোলা,
টিনের চালে আম ছুঁড়ছে
ভেজা চকের আকাশ,
ভেতরে ভেতরে ধায় ---
কয়েকটা সাঁতার ভুলে যাওয়া মাছ;
উত্তর দক্ষিণে সেজদায়
ঈমানী লোকের ঘর---
ছেয়ে রেখেছিল ঐ কোন
নিমকহারামির চর....
পথিকের জবানি
উঠোনে বরই শুকাতে দিয়ে
দরোজা বন্ধ করে রেখেছো,
জানালার আঁধারে নিয়ে গেছো
আমিবিহীন কল্পনায় ---
শত শত ঝরে পড়া
রোদের পাখি....
ধানগাছের গোড়ায় তাবৎ
শ্যাওলার বুক চিতিয়ে
জিয়ল মাছের বুদ্বুদ,
পার হয়ে যাচ্ছে
বৃষ্টিবিহীন কালো কালো ছাতা ;
আকুলিত সেজদার অপহৃত
চোখের ইশারা ---
চিনিপানায় কেমন গুলে যাচ্ছে
হাত সরে সরে যাচ্ছে,
মাছগুলো কেবল পুচ্ছ নাড়ায়.....
মাহমুদ নোমান
বাতাসের বেসাতি
বাতাসের লগে আসে
দাদীর কবর ভাসানো জল
চালের ফুটোয় ডুবোডুবো
আত্মরতির গোলা,
টিনের চালে আম ছুঁড়ছে
ভেজা চকের আকাশ,
ভেতরে ভেতরে ধায় ---
কয়েকটা সাঁতার ভুলে যাওয়া মাছ;
উত্তর দক্ষিণে সেজদায়
ঈমানী লোকের ঘর---
ছেয়ে রেখেছিল ঐ কোন
নিমকহারামির চর....
পথিকের জবানি
উঠোনে বরই শুকাতে দিয়ে
দরোজা বন্ধ করে রেখেছো,
জানালার আঁধারে নিয়ে গেছো
আমিবিহীন কল্পনায় ---
শত শত ঝরে পড়া
রোদের পাখি....
ধানগাছের গোড়ায় তাবৎ
শ্যাওলার বুক চিতিয়ে
জিয়ল মাছের বুদ্বুদ,
পার হয়ে যাচ্ছে
বৃষ্টিবিহীন কালো কালো ছাতা ;
আকুলিত সেজদার অপহৃত
চোখের ইশারা ---
চিনিপানায় কেমন গুলে যাচ্ছে
হাত সরে সরে যাচ্ছে,
মাছগুলো কেবল পুচ্ছ নাড়ায়.....

5 comments:
আমি ভিষণ রকমের মুগ্ধ আপনার লেখা পড়ে। খুব ভাল থাকুন কবি 💛💜
ধন্য হলাম আপনার মতামত পেয়ে .....ভালোবাসায় রাখবেন আমাকে...
Post a Comment