দীপান্বিতা সংখ্যা
সম্পাদক ~ শ্যামশ্রী রায় কর্মকার-এর কবিতা
'সাহিত্য এখন' ব্লগজিন। ত্রৈমাসিক পত্রিকা।
ছায়া-রেলিং এর পার্ক
একটি দীর্ঘ বেঞ্চ কিনে রাখব, বেদুইন রঙ
ঘাসে ফুল ফুটে থাকবে, প্রসারপিনার চুল যেন
দু'একটা পাখি উড়বে, দু'একটা ধানে মুখ দিয়ে
অলস গল্প করবে, টুইহুট টুহুইট টুহু
একটু দূরের জলে প্রবাল পায়ের রাজহাঁস
মাঝির অনাদি নৌকা ভেসে যাবে সমান্তরালে
পবিত্র শ্লোকের চলচিত্র দেখে যক্ষিণী মেঘেরা
সমুদ্র মনে করে ডুব দিতে যাবে আশরীর
এহেন কুঞ্জবনে তুঁহুঁ রবে বেজে ওঠে বাঁশি
গুপ্তপ্রণয়বর্ণ কমনীয় এসব বিকেলে
একটি জাদু কলম, খাতা আর অঢেল সময়
এই তো অপার্থিব, এর বেশি কী চাইব বল
ওপারজীবন থেকে এইভাবে পৃথিবীকে দেখা
তুমি ভাববে বাড়াবাড়ি, আমি ভাবব আহা! স্মৃতিটুকু


1 comment:
অসাধারণ। খুব ভাল লাগলো।
Post a Comment