Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ তাপসকিরণ রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||         
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ তাপসকিরণ রায়ের কবিতা

স্বরধ্বনি ব্লগ ম্যাগাজিন

তালা 

 

পরিপাটি ভেঙে যেতে যেতে  

কত না আয়োজন

তোমাকেই নিতে হয় বারবার

তার উদ্দন্ড তালার চাবিতে রাখা আছে গুপ্তস্থান

অযথা ফসলের ঘাস জন্মায়

পতিত জমি চাষের একটি কৃষক

তার নাঙল ফালায় ধরেছিল বৈধতা

সে জমির ফসল আগলাতে আগলাতে

রাত ভোর হয়ে যেত

এখন আর কোনও লেনদেন নেই

খোলা মাচান পেতে তুমি ঘুমিয়ে থাকো  


আঁচ 

 

ভিটামিন ডি’র উৎস তোমার যে যে স্থানে লাগে না

রোদ্দুরের বড় প্রয়োজন

দেহকে পোশাকের মতো টাঙিয়ে রাখতে গিয়ে

একটা ছাদ উঁকি মারে।

তোমার ব্রা-প্যান্টি উড়ে গেল বাতাসে

একজন সে জানে না কে তুমি !

তবু তার ঘ্রাণে তুমি ছিলে--

সে পুরুষ একটি নারীর আঁচ জেনে নেয়।

No comments: