Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ শান্তনু শ্রেষ্ঠা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ শান্তনু শ্রেষ্ঠা-এর কবিতা

হৃদস্পন্দন ওয়েবজিন একটি দৈনিক প্রকাশিত অনলাইন ম্যাগাজিন

 

বিষাদ লিখিত জীবন 
   

বিন্দু থেকে বিসর্গ মুদ্রিত নেই কিছুই...
তবু বিন্দু বিন্দু শূন্যতা খুলে রোজ রাতে নিজেকে গোছাতে থাকি। 
অনঘ সম্পর্কের শরীরে ফিরে আসে ধ্বনি।
রাতের এপিটাফে জেগে থাকে গোটাকতক বিষণ্ণ গুণিতক। 
জীর্ণ রুমালে শেষ পর্যন্ত মুছে ফেলি ভাঙা আয়নার আলাপচারিতা। 
নিসর্গ সারিন্দার শহরে মৃদু ছায়ানাট্যের নিচে একটু একটু করে শরীর ডুবে যেতে থাকে। 
এভাবেই উপশমহীন অন্ধকারে লিখে রাখি বিষাদ লিখিত জীবনের গল্প।
আয়ু ভেঙে ভেঙে বুঝতে পারি-
মনখারাপ,একটি রাতপোশাকের নাম।

No comments: