দীপান্বিতা সংখ্যা
সম্পাদক~ গোপেশ দে-র কবিতা
ক্যানভাসে কবিতা ব্লগ ম্যাগাজিন
কথামালা~২
অন্ধকার ভাল লাগে
সাইকোলজি মাখে চুম্বনের লিপস্টিক ঠোঁটে
গালে লাগে ক্রিমের সার্কাস
আলো যেন বন্ধুসভা গাছের শিকড়ে ঢলাঢলি
কাছে থাকব সিগারেট যৌবনের দূত
ভাগাভাগি নেশা পেশা কিচ্ছা কাহিনি লেনা দেনা
এরপর...
কেউ পেল আলোর ঠিকানা অন্ধকার মানেই সঙ্গম আর ঘুম
অন্ধকারের ঠিকানায় আলো শুধু বেকার ঘুম
সঙ্গম দেয়ালে করুণার চোখে ভেংচি কাটে
অন্ধকার ভালো লাগে
সাইকোলজি চুম্বনের পাঠশালা খোলে।
কথামালা~৩
পুরোনো ইমেজ বড় ত্রিমাত্রিক
কনফেরাসের ছায়ার মত
নতুন ইমেজ সাদাকালো ভিসি আর ফিতে
ক্যাঙারুর মত লাফালাফি
লাফ আজকাল
ফেসবুকে অভিনয়
অভিনয়ের মঞ্চ শিরার ভিতরে চব্বিশ বাই সাত
শেখা লাগে না কারুর।প্রত্যেকেই পরাজয় বুকে নিয়ে অপরাজিত অভিনেতা।
শুধু আমার পুরোনো ইমেজ ত্রিমাত্রিক
নতুন ইমেজ সাদাকালো।


No comments:
Post a Comment