অনুকবিতা
১। অন্তর্দহনে ঘর পুড়লে
জলের কোনো ভূমিকা থাকে না।
২।পুরোনো কাসুন্দি ঘেঁটে মাঝে মাঝে
অবলুপ্ত মোহর কুড়ায় আমি।
৩।একটি নদী থাকলেই জল থাকবেএমন
কোনো কথা নেই-প্রতিটি অপরাহ্নে
নুড়িপাথরের গান আর খালি কলসির
কান্না শোনা যায়।
৪।সুন্দরমনের ঝিনুকগুলির বুকে মুক্তা থাকেনা
দীর্ঘশ্বাস এর ধূসর আর্তনাদ খেলা করে
আমরা তাকে কয়লা বলি...
৫।চাঁদ ভালো, না সূর্য ভালো
এই প্রশ্নের মুখোমুখি হ'তে গেলে
আগে খুলে রাখতে হবে মুখের থেকে মাস্ক
৬।সবারই ইচ্ছেদের যে ডানা থাকে
আমি তাকে মান্যতা দিই...
৭। সুতীক্ষ্ণ খঞ্জরটিকে ধারাল করেছি আমিই -
বুকপকেটের পিছনের রাস্তায় অহরহ
কুচি কুচি করছে প্রহর...
৮। উপোসি চোখ পেতে রাখি
একটু আধটু চাঁদ দেখবো বলে -
ও আকাশ মেঘের আড়াল দাও কেনো!
৯।যতোবারই জিভ ছুলো না কেনো
ভালোবাসি বলাটা আসলে হৃদয়ের কারুকাজ...
১০।ব্যুমেরাং শব্দটি আসলে আমার জন্য নয়!

No comments:
Post a Comment