দীপান্বিতা সংখ্যা
সম্পাদক~ অনিমেষ-এর কবিতা
Web ডুয়ার্স (ব্লগজিন),(প্রতি মাসে প্রকাশিত হয়)
আশ্রিত
চরিত্রগত দিক থেকে তুমি আমি এক হয়ে গেছি কবেই ,
লাউডগার মতো তেড়েফুঁড়ে একপেশে ।
কলারের নীচে ঘুনপোকা-
সকল প্রকার বহিরাগত প্রেমিক প্রধান আশ্রয় ।
নতুন বিছানায় নতুন বালিশের তুলো ভরে রাখছো আগন্তুক জেনে।
আর চরকি কাটবে বলে এলিয়ে দিয়েছো অপ্রস্তুত দুধশাদা মেয়েটির পিঠ.


No comments:
Post a Comment