Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ অভিজিৎ দাসকর্মকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
দীপান্বিতা সংখ্যা
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন-এর বিশেষ আকর্ষণ  দীপান্বিতায় "সম্পাদক সংখ্যা "। সকলে পড়ুন। মতামত দিন। 
সঙ্গে থাকুন। পড়তে থাকুন।



সম্পাদকীয় নয় কিন্তু ___  
অভিজিৎ দাসকর্মকার


আমাদের ১টি স্বরাজ প্রবৃত্তি আছে,নিজেকে প্রথম বলে প্রতিষ্ঠা করতে পারার। আমি বাপু এতো বুঝি না।কিছু নতুনত্ব কে নবনাইজড্ ভাবে প্রকাশ করার ইচ্ছে আর তার সাথে চাহিদা স্পার্কলিং করে।তার সাথে সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের পাঠকদের ভালোবাসা,এবং আমার প্রিয়জনদের মতামত, তাই হয়তো মসৃণভাবে করে ফেলতে পারা সম্ভব হয় বিভিন্ন সংখ্যাগুলো।

যেমন,
✪ ৩৩জন বাংলাদেশের  কবি নিয়ে বাংলাদেশ সংখ্যা করলাম।
✪ শারদীয় সংখ্যা করলাম ৪টি, সারা অক্টোবর মাস জুড়ে।
✪ ছক্কা ফর্ম কবিতার বিশেষ সংখ্যা করলাম ১৩জন কবি নিয়ে।

আবার আজকের দীপান্বিতা সংখ্যা প্রকাশ করলাম শুধুমাত্র অনলাইন /ওয়েবজিন পত্রিকার সম্পাদকদের লেখা নিয়ে।অনেকে সাড়া দিতে পারলেন না।তবুও অনেকেই সাড়া দিয়েছেন।যারা পেরে উঠলেন না তাঁরাও সকলে ভালোবাসা নেবেন, যাঁরা সাড়া দিয়েছেন তাদেরও ভালোবাসা রইল।

কেনো করছি?__
আসলে নিজেকে,নিজের লেখাকে সবসময় ভাঙতে চাই,বিবর্তন অভিযোজনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাই, তাই প্রয়াস করে চলেছি।তাহলে নিজের প্রকাশনায় আগের নতুনকে এখনকার নতুন দিয়ে ভাঙবো না! বিবর্তিত করবো না!

আমি শুধু সম্পাদনার কাজ করি।সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন সকলের প্রয়াস।তাই সকলে যারা লেখেন, লিখেছেন এবং লিখবেন বলে ভাবছেন তাদের সকলকে এবং আমার পত্রিকার সকল পাঠকদের শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা জানালাম।

ভালো থাকবেন। সুস্থ থাকবেন। 


 


No comments: