দীপান্বিতা সংখ্যা
সম্পাদক ~রাজেশ চন্দ্র দেবনাথ-এর কবিতা
দৈনিক বজ্রকণ্ঠ অনলাইন পত্রিকা
তাপ
পাতা ফুঁড়ে বেরিয়ে আসে
গতজ্যোৎস্নার ফেরারি
জৌলুশ।
আবেগের কৌটায় ভুল নামতায়
কেটে যায় রাতের তাপ...
নিম্নচাপ
বুননের সংস্করণে
গলির নীড়ে ঝনঝন
বরফকুচি জ্যোৎস্নায় হেঁটে চলছে
ক্লাশরুমের ছায়া...
খোলা উত্থানে
ভগ্নাংশের স্রোতে বিবর্ণ
শেষ প্রশ্নের নিম্নচাপ...


No comments:
Post a Comment