দীপান্বিতা সংখ্যা
সম্পাদক~প্রাপ্তি সেনগুপ্ত-এর কবিতা
টেকটকটাচ দৈনিক ব্লগ-এর সম্পাদক ,সাহিত্য ক্যাফে ও সাহিত্য মার্গ
অ-পাপবিদ্ধ
ধীরে ধীরে গুড়িয়ে যাচ্ছে যত কঠিন দম্ভ ছিল,
আমিও তরল হচ্ছি বিষের মতো!!
অধরা থাকার মোহমুক্তি ঘটছে মনের গোপনে,
ছুঁয়ে ফেলার অধিকার কিলো দরে বিকোয় ফুটপাতের গুমটিতে...
চুপচাপ স্নান সারি প্রতিদিন,
রোমকূপের ভিতর জমে থাকা পাপ তবুও রয়ে যায়...
স্বগতোক্তির মতো!!!


No comments:
Post a Comment