Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ শ্রীতন্বী চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~শ্রীতন্বী চক্রবর্তী-এর কবিতা

টেকটকটাচ দৈনিক ব্লগ, সাহিত্য HOICHOI SUNDAY TALKS


ধোঁয়ার বিকেল অথবা টয়ট্রেন 

ধুপ-সাজানো, তিব্বতি ফ্রেম, চায়ের কাপও বৃষ্টিস্নাত,
ধোঁয়ার বিকেল, ইলশেগুঁড়ি, তোমার বুকেই অকস্মাৎ।

চিনবো কিগো,পাহাড়-চূড়ো স্তব্ধ নাকি সেই সময়?
ধুপির সারি, এলাচ বাগান, হাত ছাড়ালে? লাগছে ভয়?

শরৎ-আকাশ, সিঁদুর-মাখা পাহাড়-বিকেল, গীর্জাঘর,
রং-ছোপানো, টিংলিং সুর, এস্রাজেতে তুলছো ঝড়!

মন-কেমনের রঙ জানিনা, অবকাশও সৃষ্টিছাড়া,
চিবুক তুলে বলবে আবার? "ধুর পাগলী, একটু দাঁড়া?"

No comments: