Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ অরিজিৎ চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  
দীপান্বিতা সংখ্যা












সম্পাদক ~অরিজিৎ চক্রবর্তী 
বইতরণী ব্লগজিন, প্রতি মাসে

জীবনচক্র

প্রেক্ষাপট মায়া। তুমি কি মায়াবিনী?

কল্পনা করলাম আর্ট‌েজীয় কূপ‌ের ব‌িবরণ...

ফ্রান্স‌ের আঁত‌োয়া অঞ্চল‌ে যদি একগোছা 
বিষণ্ন স্ট্রবেরী তোমাকে উপহার দিতাম
আর বলতাম জটিলতার গিনিপিগগুলো বয়ঃসন্ধির শুরুতেই আমাকে ঋনাত্মক করেছে...

তাহলে পুনর্লিখিত কোন এলিজির উপান্তে সেরিকালচারের গুরুত্বে বোনা তোমার কামিজটি প্রত্যাসন্ন রাতের বারণকে 
এভাবে আভরণ দিতো না।

প্রকারভেদ যাই থাক
সুতোর প্রকৃতি অনুসারে
একটি অযৌন জননের খোঁজে 
সম্পর্ক ছদ্মবেশ নেয়

গভীরতা! একমাত্র ভুলে থাকার উপায়...

No comments: