দীপান্বিতা সংখ্যা
সম্পাদক~ রাজদীপ ভট্টাচার্য-এর কবিতা
বারাকপুর স্টেশন, (সাপ্তাহিক অনলাইন পত্রিকা)
আমি কীভাবে মরতে চাই?
নুব্জ হতে হতে, চারপাশে মৃতদেহ পেরোতে পেরোতে
প্রিয়জনের অরণ্য যখন হাল্কা হয়ে আসবে
রোদ্দুর সটান এসে পড়বে গায়ে, তখন
আমি নিজে হেঁটে যাব পশ্চিমের পথে।
কিংবা সহসা, আমি নিজে শেষ করে দেব
কাঁচি দিয়ে কেটে দেব আয়ুরেখা
বাতাসে মাকড়সার জালে মরা পোকার মতো
দুলবে আমার একফালি ঠান্ডা শরীর।
যেভাবেই মরি আমার নিচে ও উপরে
সাজিয়ে দিও সব আমারই অক্ষর
ওরা স্বভাবত দাহ্য, পুড়িয়ে অঙ্গার
করেছে এভাবেই, এইযে এতকাল!


No comments:
Post a Comment