Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ শীলা বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   
দীপান্বিতা সংখ্যা












 

সম্পাদক~ শীলা বিশ্বাসের কবিতা 
এবং সইকথা ব্লগজিন, (একটি ত্রৈমাসিক ব্লগজিন)

হঠাত দেখা

 বগি নম্বর মনে নেই
 সেদিন মধ্যে খণ্ড-ত বসিয়ে ভাব জমিয়ে নিল বেশ
 মেঘ সমস্ত স্টোরেজ সিস্টেমের ভার নিয়ে 
 আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস ঘোষণা করল
 জ্বরের আশঙ্কা নেই 
 মন ফুরফুরে হলেই প্রবল ঢুকে পড়বে 
 পেরেক পিলারে পোঁতা যায় না 
 মুচকি হাসির মধ্যে চোখের ভাষা গুঁজে দিয়ে হাওয়া ফেরারী  
 এবার বলো ৯টা ৮  নাকি ৯ টা ৫০ ধরবে?

দাগ
   
আসলে বিভ্রমও কিছু নতুন বলে
স্পষ্টতার থেকেও
এই যেমন দারুচিনি গন্ধ মাখা দূরদ্বীপের এক বিভ্রমের নাম ‘তুই’
মেঘ যেখানে থই না পাওয়া ইচ্ছামান্দাস 
জেগে থাকা চরে কে যে কার নাম লেখে
আর কোন ঢেউ এসে মুছে দেয় অচানক
সব গল্প লিখিত নয়
সতর্কীকরণ সত্ত্বেও লিখিত যা কিছু
আত্মচরিত ভেবে ভুল করে পাঠক
তারপর ক্ষয়ে যাওয়া ইরেজারে দাগ তুলতে তুলতে
আসলে দাগই রেখে যায়



2 comments:

Nabanita Chakraborty said...

দুটি কবিতাই বেশ ভালো লাগলো, 'হঠাৎ দেখা ' একদম অন্যরকম

Shila Biswas said...

ভালোবাসা নিও নবনীতা