দীপান্বিতা সংখ্যা
সম্পাদক~চন্দ্রদীপা সেনশর্মা-র কবিতা
১৪০০ সাল ব্লগজিন, প্রতিমাসে প্রকাশিত হয়
নবান্ন
চতুর্থ যামের রাত, মসি কালো
শৃঙ্গার ধুয়ে যাচ্ছে সোহিনীধুনে,
সন্ন্যাসী রঙে জেগে উঠছে ত্রিকালজ্ঞ ভোর।
তন্দ্রাঘোর নড়েচড়ে খুঁজে নিচ্ছে স্নানঘাট
ঝরে পড়ছে প্রার্থনার প্রথম গায়ত্রী, সূর্যপ্রণাম
স্তব ধ্বনি ঝংকার।
পশ্চিম আকাশের গায়ে আইভরি চাঁদ অস্তায়মান।
গতরাতে কোজাগরীর অপূর্ব রূপ
আঁজলা ভরে পান করেছে পোয়াতি ধানচারা
নুয়ে আছে প্রসবের ব্যথা নিয়ে,
সূর্যের সন্ন্যাসে সাদা ফুটে উঠছে, লক্ষ্মীর ঝাঁপি
ভরে উঠছে অন্নের সদ্যপ্রসূত খিদের গন্ধে...
চতুর্থ যামের রাত, মসি কালো
শৃঙ্গার ধুয়ে যাচ্ছে সোহিনীধুনে,
সন্ন্যাসী রঙে জেগে উঠছে ত্রিকালজ্ঞ ভোর।
তন্দ্রাঘোর নড়েচড়ে খুঁজে নিচ্ছে স্নানঘাট
ঝরে পড়ছে প্রার্থনার প্রথম গায়ত্রী, সূর্যপ্রণাম
স্তব ধ্বনি ঝংকার।
পশ্চিম আকাশের গায়ে আইভরি চাঁদ অস্তায়মান।
গতরাতে কোজাগরীর অপূর্ব রূপ
আঁজলা ভরে পান করেছে পোয়াতি ধানচারা
নুয়ে আছে প্রসবের ব্যথা নিয়ে,
সূর্যের সন্ন্যাসে সাদা ফুটে উঠছে, লক্ষ্মীর ঝাঁপি
ভরে উঠছে অন্নের সদ্যপ্রসূত খিদের গন্ধে...


No comments:
Post a Comment