Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ অমিত চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ অমিত চক্রবর্তী-এর কবিতা

অভিব্যক্তি অনলাইন-পত্রিকা,(প্রতি মাসে প্রকাশিত হয়)


আবদার


ধর, তোমার সঙ্গে আমার খুব দূরে দূরের প্রেম

আর আমি হঠাৎ চোখ বুজে বললাম

শ্যামলিমা, বড্ড গরম এখানে,

পাঠাও না তোমার দেশের সেই শীতল জলের কণা

একটি অবনতা মেঘের ভারে, আর ঘন মল্লারের আড়ম্বরে ।

 

আর অমনি চোখ খুলতেই

অনুপম এক স্ফটিক বিন্দু ভেসে এলো ক্ষণে ক্ষণে,

প্রতিসর তার তনুতে তনুতে,

রামধনু রঙ বেয়াল্লিশের কোণে ।

 

আবার ধর, তোমার সঙ্গে আমার খুব কাছে থেকে প্রেম

আর আমি হঠাৎ চোখ বুজে বললাম

আদরিমা, বড্ড সংশয় এখানে,

ছোঁয়াও না তোমার নভের সেই শান্ত জাদুর স্পর্শ

ভোর রজনীর মৌনপারে আর রাতজাগা সুরে মালকৌশে ।

 

আর অমনি চোখ খুলতেই

অনুভব এক ফুল্ল, দীপ্ত ভেসে এল ফের মনে

সংহত সেই তনুতে তনুতে

অভয় অনির্বাণ, রোমাঞ্চ ক্ষণে ক্ষণে ।

No comments: