Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ সোমা চট্টোপাধ্যায় রূপম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ সোমা চট্টোপাধ্যায় রূপম-এর কবিতা

টেকটকটাচ দৈনিক ব্লগ,শনিবার আড্ডা live লাইভ


মা হয়েছি আমি 

না।  
কোনো সন্তান জন্ম দিইনি,  
বরং ওরাই জন্ম দিয়েছে আমার। 
বাবা যখন বলে "বড়মা এদিকে শোন" কোথাও তীব্রতা পায় আমার মাতৃত্ব। 
মা যখন আমায় "মা" বলে ডাকে,  আমি হয়ে উঠি সত্যিকারের মা। 

ক্ষুধার্ত পথশিশু গুলো যখন সাগ্রহে চেয়ে থাকে আমার ভোগের গামলার দিকে, 
আমি "মা"হয়ে উঠি। 
 পোষা কুকুর টা যখন বাড়ি ফিরলেই চেঁচায়, 
আমি "মা" ডাক শুনতে পাই। 
অধিকারবসে যখন কাউকে ওষুধ খেতে বাধ্য করি, তখন হয়ে উঠি প্রেমিকা থেকে মা। 

মাতৃত্বের অখন্ডতা যখন ভেঙে দেয় সন্তান উৎপাদন,  আমি হাসি নারীত্বের অহংকারে
অখণ্ড ভারতের খন্ড খন্ড চত্বরে আমি মা হয়ে উঠি মায়ের শরীরে। 

No comments: