দীপান্বিতা সংখ্যা
সম্পাদক~ নিলয় নন্দী-র কবিতা
বাতিঘর অনলাইন। একটি ত্রৈমাসিক অনলাইন পত্রিকা
দেয়াল কথা
১
তুমিও কি কথা বলো? দেয়ালের কান আছে জেনেও অযথা জোয়ার হও। বালিয়াড়ি বাঁধ। বনস্থলী বুক। কেন যে বাউলানী সেজে থাকো ? মোহনায় খুঁজে নাও বাড়ি, আয়না শরীর। কথাদের গেরস্থালী ভেসে যায়। নিঃশ্বাসের বুদবুদ। এই মুখ সহসা তোমার মুখ। শুদ্ধ সারং। ডাকলে না এসে পারিনা।
দেয়াল পেরিয়ে ছাদ পেরিয়ে তুমিও কি...
২
আমিও কথা বলি জানো। সেইসব কথারা ঝুলে থাকে হ্যাঙারে। দোল খায়। তারপর চৈত্রের পাতার মত, না, ছেড়ে রাখা ভারি ট্রাউজার্সের মত টুপ করে ঝরে পড়ে। খুচরো ছড়িয়ে পড়ে মেঝেতে। গড়াতে গড়াতে খাটের তলায় দু একজন। আমি উবু হয়ে বসে খুঁজতে থাকি লকডাউনের গল্প। অন্ধকারে সুড়সুড়ি পিঁপড়ের মত কথারাও গা বেয়ে ওঠে। শীত আসছে। পিঁপড়েও মেখে নিচ্ছে পিছুটান হিম। জলের গান বা ভুলে যাওয়া স্বরলিপি। দেরি হয়ে যাচ্ছে। কে যেন পড়ে ফেলছে অপ্রকাশিত কবিতা। সংলাপ বা বারবিকিউ যাই পুড়ুক, উপসংহার একাকীত্ব।
এককাপ কফি হয়ে যাক....
৩
দেয়াল জুড়ে কৌণিক ফটোফ্রেম।
কথারাও ঘুমিয়ে কাদা।


No comments:
Post a Comment