Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ বিশ্বজিৎ দাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||            
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~বিশ্বজিৎ দাসের কবিতা 

ছায়ারোদ ব্লগজিন,একটি প্রতি মাসের প্রয়াস 


আয়নার দিকে

আঙুলের দেওয়াল বেয়ে ওঠা
                  ছায়ায় খেলে হাত

খুনের খণ্ডিত ছাপ, অনুরাগে
উঠেছে লজ্জিত
                      ঢেউ

বাতাসের ভিতরে জেগেছে আরও
দু'একটি অতীত ঢাকা ব্যক্তিগত ঘুম

           অসাড় হয়েছে আজ
      তাহাদের সমস্ত জিভের

বাকি কথাগুলো। কে যেন শুনিয়ে দিচ্ছে
পালকের প্রেম ঝরে পড়ে,
                            ফ্যাকাসে পা

ঝুলে থাকা এই শেষ অভিনন্দনের
কাছে রেখে দেয়, জ্যোৎস্নার মাদকতা

অতপর ছেলেটি, 
চলে যায় আয়নার পূর্ব দিকে...

No comments: