দীপান্বিতা সংখ্যা
সম্পাদক~ আমিনুল ইসলাম-এর কবিতা
ভুবনডাঙ্গা ব্লগজিন,(প্রতি মাসে প্রকাশিত হয়)
দেহবিলাস
এই যে-
ছবিতে লজ্জা নেই!
অনভিপ্রেত প্রশ্নের আগমন...
আছে ~ আসলে
প্রচ্ছন্নকাল
এখন ~
~ ভোর!
ডি-ড্রাইভ কুয়াচ্ছন্ন
বাতাস ~ ~
হু ~ হু ~
উড়ছে আঁচল
প্রশমিত লজ্জার মুদ্রণ
মুদ্রায় জরিপ
একা ১টিও আয়না নেই
বেহায়া শরম কপুর
উদ্বায়ী পরমায়ু ~
লাঙলের যৌনতায় সম্মত
এই দেহবিবর


No comments:
Post a Comment