দীপান্বিতা সংখ্যা
সম্পাদক ~সৌমিত্র রায়-এর কবিতা
দৈনিক বাংলা ব্লগজিন।
এক টুকরো সকাল
এই শহর ; অনেকের না জাগা সকাল ; তবুও সকালের ইতস্তত ঠাণ্ডা হাওয়ায় উষ্ণতার আনন্দ বিলোচ্ছে সূর্য ; ফেরিওয়ালা হাঁকছে~ সব্জী লাগবে... সব্জী... ?
এই যে হাঁকডাক ৷ শোনা ৷ কোনটা কতটা রাসায়নিক আর কতটাই বা অর্গানিক ! হে জীবনের রসায়ন~
আজ আর বেশী কিছু বেজে উঠছে না আমার কবিতায় !


No comments:
Post a Comment