Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ ইউসুফ মোল্লা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||                  
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ ইউসুফ মোল্লা-এর কবিতা

বর্ণিক, মাসিক অনলাইন-পত্রিকা

স্মৃতি


চুড়ুইপাখি থাকতো চিলেকোঠার ফোকরে। 
আজ আর চিলেকোঠার ফোকর নেই, 
এসি-র শীতল হাওয়া বেরিয়ে যাওয়ার ভয়ে! 
তাই চুড়ুইপাখির কুড়িয়ে আনা খড়কুটো দেখি না, 
যেভাবে দেখি না তোমার কেশের বাহার। 
গাঁদাফুলের আর বাগান করি না, 
তোমার মাথায় গোঁজা হয় না বলে।

 শিশুদের আর ছোটাছুটি কোলাকুলি দেখি না, 
বৃষ্টির দিনে মাঠের মাঝে ফুটবল নিয়ে। 
সব শিশু বাড়ি ফেরে, পড়ে থাকে শূন্য মাঠ। 
কাদাখোঁচা পাখি খাবার খোঁজে;বিফল হয়ে বাড়ি ফেরে, 
যেভাবে আমিও খুঁজেছি তোমাকে মাঠে-ঘাটে। 
কোথাও দেখি না এসব; হারিয়ে যাওয়া স্মৃতিকে।


No comments: