Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় স্বপন রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় স্বপন রায় 



যাওয়া 

১.

ব্রিজ বা সাঁকো
দুটো দিকের সেলাই

এক সরে যাওয়া ছোট্ট স্টেশন
রেলের শব্দ মেশানো
যত চাওয়া

সারাংশ পড়ে থাকে
পচে
হিমঘর্ঘর
বা গান
বা এক তিল পাখির রচনা

দুটোদিকেই যাওয়া
আসায় জড়ানো
সেলাই চিক চিক করে 

চাওয়ামাত্রই ছিঁড়ে যায় না
সেলাইগুলো


২.

এটা বললে ওটাও বলা হয়
যাওয়া বাইরে
শরীরেও

পরা আর খোলায়
এটা,ওটা, একটা বাঁক
একগ্রাম কাঁচা-হলুদ রোদ
জুতো
ঢেকে রাখে,খুললেও রাখে

তুমি বললে 
পাখিটা উড়ে গেল

না বললেও,উড়ে যেত
গায়ের গন্ধ নিয়ে
গাঁয়ের ছেলে





2 comments:

Md. Muhaimin Arif said...

সেলাই!
দারুণ লাগল কবিতা দুটো। শুভেচ্ছা ও ভালোবাসা, কবি।

swapan roy said...

ধন্যবাদ।