Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় বাদল ধারা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় বাদল ধারা



আবির্ভাব ইজ ইকুয়েল টু তিরোভাব...

~

শুঁয়োপোকা থেকে ~ প্রজাপতির ~ বিভাজন রেখায়
ঘুমিয়ে আছে ~ কিছু গুপ্ত জগৎ ~ বিস্মৃতি 
মধ্যবর্তী টানেলের ~ দুই প্রান্তে ~ এক জীবনের দুই রূপ

উত্তর ও দক্ষিণ মেরু ~ বৈপরীত্য নয়, বরং
উত্তর ও দক্ষিণ মেরু নিয়েই ~ চুম্বক

বস্তু আগে, না চেতনা আগে ~ এই আগে
বা পরের দিকে যাচ্ছি না ~ যাচ্ছি, স্বপ্নের দিকে
সাদা ক্যানভাস জানেনা ~ কি মূর্ত ধারণ করবে

আবির্ভাব ইজ ইকুয়েল টু তিরোভাব ~
গণিত খাতায় ~ একটি কাক ~ ফিঙ্গের ডিমে তা'দেয়

~


মৃত্যু, 

~

... বা,

মানবিক + অমানবিক = মানুষ 
বা, মানবিক = মানুষ – অমানবিক
বা, অমানবিক = মানুষ – মানবিক

বা, …

মানবিক এবং অমানাবিক ~ দুটি সংখ্যার নাম
মানুষ মরার পর ~ সংখ্যা হয়ে ওঠে,




No comments: