Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় সমীরণ ঘোষ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় সমীরণ ঘোষ
 


হুজুন


দৈত্যের গান যাকে ঝরনা শেখাচ্ছে
সেই তাওয়া 
সঙ্গত করছে হুহু পথিকের লাল
হারানো ঝুমকোর কান যেটুকু শুনছে
খোনা। স্মৃতির বরজ

কোণের আপেল। খাঁখা পোকার ছিদ্রে
বারান্দা কাচের শ্বাস। গলির বেড়াল
মোরগঝুঁটির শিস। সাতনলা। ছবিলা ছবিলা

দৈত্য গানের। ঝরনা বুনছে ধুধু কোপের গোধূলি 


অবান্তর বেগুনি ধুলোয় দৈত্যকে মুছে দেখলাম
এই অভিশাপ
কিন্তু উটের চামড়ার জুতো বালি ফুঁড়ে
বিস্ময়করভাবে চেয়ে

দৈত কী ফিরবে কোথাও। ন্যাতানো গোলক
কাগজের অনাবশ্যক। ফিসফিসে। সন্দেহব্যাকুল

হাড়ের কৃপাণ বালি খুঁড়ে পচা হাওয়াকে তুলছে 
দৈত্য কী ফিরবে
মরুহায়নার ডাক মেঘঅব্দি পৌঁছুবে বলেই
কালো চাঁদ। খেজুরপাতার মই

বালিঝড় হাতে বেদুইন মহড়ার অবান্তর 
লক্ষ্য করছে এক চোখে



মরসুম বসাচ্ছে শীত। সাদা পাঁজরের কুহু 
পাখি-খোঁটা  ছায়ার বিকেল
পোড়া চোলির সন্ধে। বেণীর ইস্পাত 
অপচীয়মান মেয়ে গোধূলিদীর্ঘ

ডাকনাম শিসের রাত্রি। মিউরং। দৈত্যের পুঁথি

টুঁটিচেপা তামার বিদেশ খুলে যায়



No comments: