Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় অলোক বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় অলোক বিশ্বাস


বর্ণালী ঢাবা 

পোকাভর্তি কলমিশাক। পুরনো মাছভাজা। পাঁচমিশালি ডাল। দু'দিনের বাসী তরকারি। খুঁটিতে ধুকন্ত পাঁঠা। সব খাবারে ডালডার গন্ধ। নতুন ধরণের খিস্তাখিস্তি। অশ্লীলতার সংকরায়ন। ঝুলন্ত ক্যালেন্ডারে অর্ধনগ্ন নায়িকা। দুই মদ্যপ খেতে খেতে লিঙ্গ চুলকাচ্ছে। আকন্ঠ খিদের ড্রাইভার বিরক্ত ঢাবার অধর্মে। কিছু কাস্টমারের দেহে নয়া উপনিবেশবাদের চিহ্ন। মালিকের মেজাজে দাস ব্যবসার ইতিহাস। রাঁধুনিরা উনুনকে দোষ দিচ্ছে। টেবিলে উসখুসানো আরশোলা। সমস্ত গ্লাস নোংরা। মালিক ধমকাচ্ছে কাজের মেয়েকে। ঝাড়ুদার ধমকাচ্ছে মাছিকে। রুটি ফুলছে না আগের মতো। ভাত ফুটলেও নরম হচ্ছে না। মুরগী সরবরাহকারী পাওনার জন্য যাচ্ছেতাই ভাষা ছুঁড়ছে। মালিক ভাবছে পেছন ঘরে দু'চারজন উচ্চস্তনের বেশ্যা রাখবে। বিক্রি বাড়বে। লুকিয়ে চুরিয়ে বোতল বেচবে। হঠাৎ কোরে পঙ্গপাল ঘিরে ফেলছে। অভূতপূর্ব মেঘ আসছে। তোলাবাজ দলের সম্ভাবনা আছে। রাত্রে ঢাবাকে শিয়ালেরা দখল নেবে, পুরোহিত বলছে। বর্ণালী ঢাবা প্রত্যেক অঞ্চলে খুব পরিচিত...


বাজার অর্থনীতি 

প্রবহমান পারিবারিক কুয়াশা। ব্রা থেকে অবিরত দুর্গন্ধ। সারা বাড়ি ইঁদুর বিড়ালের গু-তে ভরা। স্তনের রেখায় মাছের আঁশ। স্তনের ভিতরে উড়ছে ধূসর বাদুড়। প্যান্টের পকেট ভর্তি পোড়াবাড়ি। স্যানিটারি ন্যাপকিনে কাক বসছে। কিচেনে ছুটছে বিদেশি মাকড়সা। বেসিনে নার্কোটিক মাখা শুকনো লালথুতু। কাজের মেয়েটা বিদেশি লিপস্টিক মেখেছে। পরিবারের মেয়েটা ডুবছে ব্ল্যাকহোলে। রাত্রে কেয়টিক ঘুম । ঘুমের আগে উল্টোপাল্টা চিন্তা। রাত্রে  বাগানে অস্থির পদশব্দ। বায়োলজিক্যাল যুদ্ধের কানাকানি। চিন্তাগুলো কার্নিশ পেরিয়ে কানাগলিতে হারিয়ে যাচ্ছে। পুরনো চিন্তার জায়গায় অন্য চিন্তা উঠলেও বাক্সবন্দি পেটেন্টে ফেঁসে যাচ্ছে। বিদেশি ওষুধে আর কাজ হচ্ছে না। ডাক্তারকে বলবো, ওষুধের পরিবর্তে অন্যকিছু দিতে। একই ওষুধ কতো বছর চলছে। ওষুধের ওপর অ্যালগি। অন্যকিছু পেলে হয়তো উল্টোপাল্টা চিন্তা থেকে মুক্ত হবে ভাতের হাঁড়ি...


No comments: