Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় পিনাকীরঞ্জন সামন্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  কবিতায় পিনাকীরঞ্জন সামন্ত


কুয়াশা


এইমাত্র তারা বসিয়া দু'জনে কিঞ্চিত আলাপ পরিচয়ে বাজাইলো বাঁশি
সঙ্গোপনে আসিল মেঘ ও বৃষ্টি
হরতকি চালে কারা যেন ঘাসের আড়ালে ক্যামেরা সাজাইলো
অস্ফুট ধ্বনিতে ভাসাইলো সুর ও স্বর
খরগোশ বলিল আমি ও তুমি 
তাহারা বলিল প্রকৃতি ও কবি এবং 
যা কিছু নিখিল....অনবদ্য

মায়াবন বিহারীনী সাইরেনে... হাসিল কুয়াশা




ব্ল্যাক হোল ওয়েবজিন

ব্ল্যাক হোল ওয়েবজিনের সঙ্গে জড়িয়ে আছে কবির প্রতিভা.... আর সেই ক্যামেরা থকে বেরিয়ে আসে একজন কবি... অভিজিৎ দাস কর্মকার...
আপাতত 
কবিকে প্রয়োজন নেই, বদলে..... ঐ যে প্রতিভা সম্পর্কে যে চোখ দিগন্ত ছড়িয়ে আছে, 
সেখান থেকেই নেমে আসে যত বিপত্তি
যদিও
এইমাত্র ঘোষিত হলো পিঁপড়েরা সদলবলে আজ কেউ মিছিলে যাবে না....কারণ
মিছিল শব্দটি এখন কোনো আলটিমেট সলিউশন নির্ধারণ করেনা.....।

1 comment:

Debjani Basu said...

তাহলে কবি সব মিছিলকে মিছিমিছি বললে মিছিলের শেষে আত্মহত্যা পড়ে থাকবে।