Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় রঞ্জন মৈত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  কবিতায় রঞ্জন মৈত্র


মটর পনির 

টুকরো টুকরো স্বপ্ন কাটা
দুধসাদা জমায়েতে সবুজ দানারা 
বাকিটুকু চিরন্তন মশলাধারা 
আর থাম্বস আপে সিদ্ধ হচ্ছে 
ক্যাপসিকাম সিদ্ধকাম
ইমোজিতে বদ্ধ রান্নাঘর
তো আমার নয় 
দীর্ঘ সবুজের গায়ে মুখর সঙ্গম 
অখ্যাত ধারা
দানাগুলি মিশে আছে যোনিময় ক্যানভাসে
পদব্রজে দেখা করি 
অক্ষর নাড়াই চাড়াই ঢিমে আঁচে 
স্বপ্নের টুকরোগুলো রঙ মেখে ভাসছে স্রোতায়
রান্নার ইঙ্গিতগুলি বাজি করে অদেখা বাতাসে 
খানা লাগা রে মুসাফির ঝটপট
ভাঁড় মে যায়ে বাকি ট্রাফিক রুলের দুনিয়াদারি
               

নেবুলাইজার

এভাবে জমে যায়
শুকিয়ে আটকে ধরে ঘরেলু প্রণালী
একহাতে রসির নেশা অন্য হাতে আলনাজরি
একটা স্টে শন একটা শব্দ নয়া 
পাতা লাইনের ওপর লাপাতা ট্রেন
খনিটি রয়ে যায় 
বেলচা ও ফিমেল ওয়ার্ড 
কারা হাওয়া হয় 
নতুন ওভারব্রীজ এঁকে ফেলে শ্বাসনালী জুড়ে 
মনে মুখ থাকে না যে 
মুখে ফার্নেস ও কুলিং প্ল্যান্ট
নরম হয়ে আসছে চোখ 
জল করো জল করো 
নতুন শিশুর মতো হেঁটে যাবে নিঃশ্বাস ও নেশাড়ু 
                


No comments: