Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় সৌমিত্র রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় সৌমিত্র রায়


শব্দব্রাউজ

মেদিনীপুর; ৮-৯-২০২১ ; রাত ১০:৫৬ । অফিস থেকে ফিরলাম ।  একটু হালকা হতে ঢুকে পড়ি শব্দব্রাউজে ।

শব্দসূত্র : এখনও আগের মতো 

এখনও সূর্য ওঠে । ভোর হয় ; ভোরের মতো । রাত তো রাতের মতো নেই ? পোকার অভিশাপ । রাতে জেগে থাকা আলোর অস্বস্তিতে । বাতিস্তম্ভ । হ্যালোজেন । পোকারা জানতে চাইছে এত হাসছো কেন ?

আগের পাতা । পরের পাতায় । কবিতার কথায় কথায় প্রশ্ন রাখছে, এতো হাসি কেন সোস্যাল মিডিয়ায় ? কবিতার নীরবতায় জেগে থাকা আনন্দ । ছাপিয়ে গেছে সেইসব হাসিকেই ।

সূর্যের মতো । দিনভর জেগে থাকে সূর্যে । দুয়ারে সরকার জুড়ে  জীবনের অন্ধকার জাগিয়ে রাখি আমরা । এখনও আগের মতো ।



আটপৌরে 


       বালিশ । মাথা । চোখ 
               ) বিশ্রাম (
মজা নিচ্ছে পায়ের নড়াচড়ার




No comments: