নকশা বোনা জলছবি
১.
হারান কাকার হারিয়ে যাওয়ায় হায়হায় করে উঠল প্রাচীন বটতলা
সবুজ পাতায় পাতায় গুঞ্জন পাখি আর ভোমরার
মাটির দাওয়ায় পড়ে আছে কাঁসার থালা
গড়াগড়ি খাচ্ছে পিতলের গ্লাস
মাটির উনুনের গভীরে শুধু ভিজে কাঠের দীর্ঘ শ্বাস
এবার বাদুলে মেঘ সারাদিন মাথার ওপর
গামছার গা বেয়ে গান করছে জল
২.
ক্ষয়রোগ ক্রমশ ক্ষতি করে ক্ষীণ হয়ে ঘুমে
হারান হারান করে উঠি , ক্ষিতি কেঁদে ওঠে
ক্ষমা চাই শ্রাবণের আকাশের কাছে
বিদ্যুৎ ধারালো তাকে ফালা ফালা করে
রক্তের রঙ কি ভীষণ ফিকে !
পাখি সব নীরবতা অভ্যাস করে
নক্ষত্রের মুখ ডুবে এক দীর্ঘ অমা
নগরের মাথার উপরে
যাযাবর শুধু জানে কোথায় যাদু
আধভাঙা জীবনের মাঠে কতটুকু খেলা
চাদরের নীচে নড়ে ওঠে
হারান একটি হারানো নাম বালকের রুগ্ন শরীর নিয়ে নিশ্চুপ থাকে
পালক ছড়িয়ে পড়ে চারপাশে নিহতের বেদনায়
অন্ধের ইস্তাহারে এক হারানো গ্রামের গ্রামার ভাঙার ইতিকথা



No comments:
Post a Comment