দু টুকরো
১)
তবুও মানুষ বাঁচে গভীর আশ্বাসে জীবনের সবটুকু ছায়া নিয়ে কায়ার আড়ালে অন্ধকারে বাঁচে সব পরিচয়পত্রের জেরক্স কপিতে স্বপ্ন লিখে ভবিষ্যৎ লিখতে লিখতে অগণিত মানুষের ভিড়ে জমায়েতে নিজেকে লুকিয়ে ফেলে অনায়াসে বারবার সেইসব ছায়াদের খুঁজে সেইখানে হারাবার আগে জেনে নিও তুমি কি মানুষ সত্যি নাকি কোনও দূরতম পাহাড়ের নির্জনতা অথবা ঘন জঙ্গলে নীল অন্ধ রাত্রি আরও জীর্ণতা ভরে নিতে নিতে বুকের পকেটে
ক্লান্তি,
যদিও,
গ্রাম উজাড় পঙ্গপাল মরছে দ্যাখ্ সামলে চল্। সামনে ক্ষেত ধানজমি শুকনো সব দিন অচল। লাইন দাও লাইনে চল্ লাইনই সব মানতে শেখ্। বাঁচা-ই পথ তা যেমনই হোক পোকামাকড় জীবন শেখ্। কার মুখে নেই কথা স্তব্ধ জিভ কি অস্বাভাবিক ? বন্ধ মন বদ্ধ ঘর
ঘর কোথায় দিগ্বিদিক ছুটছে সব ঘরছাড়া সেই যারা
রাত্রির পাশে রাত হয়ে শুয়ে ছন্দের পাশে শোনে পতনের শব্দ
আচমকা একটু বেঁচে যাওয়ার আনন্দে ঝাড়বাতি সাজায় নক্ষত্র
নামিয়ে অন্ধ প্রাণ নিয়ে আপনারও দরকার এই
বেঁচে থাকা এই মর্গের কালো অন্ধকারেই
পৃথিবীর সমস্ত আরোগ্য ও অসুখ নিয়ে
মৃত্যু নিয়ে
আড়ালে,
হাসপাতালে,



No comments:
Post a Comment