Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় নীলাব্জ চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় নীলাব্জ চক্রবর্তী



স্মৃতি



শব্দ খুলে রাখার শব্দে

একটা

ঢেউ

দুটো

কার রঙ মেলাচ্ছে

দুটো নরম ক্যামেরায়

চোখ ফেলতে

জিভে যে লেন্সের স্মৃতি

দুলে উঠছে একটা পূর্বনির্ধারিত মনোলগ

ইন্দ্রিয়

ঘন একটা কবিতা হয়ে

তেকোনা একটা ছন্দ

গোল হতে হতে

জ্যামিতির বাইরে যতোটুকু

চলে গেল

এইসব হরফের শ্লীল বিনিময়...




স্নায়ু ও যৌথ কবিতা


পুরনো আঙুল

ঠাণ্ডা একটা বিজ্ঞাপনের দিকে

আমাদের

এই কাঁচের ওপর কাঁচ এসে

একটা ছায়ার অর্ধেক

অন্য কোথাও পড়ছে

ভাঁজ হয়ে

নিয়ন্ত্রণ

একটি সংস্থাপক ঋতু হয়ে

স্তন অবধি

যে বর্ণমালা

উপচে আসছে ক্রমাগত

পালিশ করা একটা একটা দিন

স্নায়ু ও যৌথ কবিতার খসড়া...







No comments: