Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় বিশ্বজিৎ দাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় বিশ্বজিৎ দাস


হুল

মৃতদের ঘুম বাতাসে সবুজ হয়ে ওঠে
ওরা জানে, সমস্ত শিরার শেষ চেষ্টা আর
সব মাংস রক্তের উস্কানিতে লাফায় না যে!

ওরা এমনি এক জীবনের ছবি দেখেছিল
ওখানে স্বপ্নের লালা শুধুমাত্র আমড়াফল!
কোনো ভ্রান্তি নেই, সোজা হাঁটুমুড়ে বাস্তবতা

যে পারুক এই আলো খুঁজে পোড়াক অস্তিত্ব।
ডাগর চোখের কাছে একটা পোড়া সাপ নিয়ে
হাসতে থাকে মমি হয়ে যাওয়ার আগে পর্যন্ত...





গিরগিটি 

বিশিষ্ট নাগরিকের পিঠে হলদে তিল
দেশজুড়ে মাংস রপ্তানি নিয়ে হুল্লোড়
কেবল পায়রার পায়ের শব্দে বিশিষ্ট ভয় পান!

অথচ তামাটে মুখে লালমাটি স্বাদ
কত সাধ করে ঝাউগাছ, নাগরিক হে
তোমার প্রেমের দেশ, আহা গহীন রক্তশূন্য যে!

ঠিক নেই, সেই কবে গেয়েছিলে গান
বার্থটব আর টেবিলে নিঃসঙ্গ জল
এখন আশ্বিন মাস, এখন আকাশে দেখো চিল!



No comments: