বামার সিরিজ থেকে কম্পাঙ্ক সরে গেলে বিলকুল ফাঁকা শহর,
আত্মহত্যার রেখা বরাবর শুধু কয়েকটা তিতির।
শরীর থেকে ছাপাখানা বেরিয়ে আসছে বারান্দায়
একদিন যে রাস্তায় দাঁড়িয়ে বর্শা ছুঁড়েছে মেঘ
সেখানে এখন গার্লস কলেজ - পাখিরালয়।
ফুচকায় মশগুল সার্ভে অফ টাইম, জিরো ডিগ্রির নীচে খিদের হলফনামা। এনজাইম পুড়ে ছাই,হ্যাং ওভার গরীব লিভার,ছেঁড়া টি-শার্ট, মাংস আর চর্বি খেতে খেতে হাইরাইজ BMR আপলোড হচ্ছে ভুল পৃথিবীর খাতায়।
ছাপোষা ঘাম বিক্রি করে আলপথ পেরোন ডান হাতে লুব্ধক
আর
বাঁ-হাতে বহুমাত্রিক চিঠির ভেতর জোনাকির রেশমি চুড়ি।
আহা, মাঝরাতে ক্যাশমেমো ছাড়াই বিক্রি হচ্ছে চোখের জল।
লেটার বক্স খুলে
অনিশ্চয়তার ভেতর যে ধুমজ্বর নৌকো ছাড়ছে চাঁদের ঘাটে
তার হাতে কিছুটা আকাশ আর তৃতীয় চোখ রেখে আসি।
কান্নার অনুপাত অপরিবর্তিত অভিমান সূত্র জানিনা বলেই
মৃত্যু সরিয়ে বেঁচে উঠি আজকাল।
পরমাণুর গাছপালায় আজও খেলা করে বহুজাতিক আলো আর যৌনতার জ্যামিতি
ঘুরপাক খেতে খেতে কৃষ্ণ প্রেমের চশমা এঁটে পার্কে বসি
ভাবি-
'যুগযুগ জিও'র মায়োপিয়ার খোলা চুল আর ১৮+ এর শূন্যতা।
লেটার বক্স খুলে দেখি শুধু ফসিলের চিঠি আর প্রেমিকার নাকছাবি।



No comments:
Post a Comment