একটি প্রকাশিত কবিতা থেকে দূরে
থেমে গেছে আমাদের পথ
চড়া বুকে চরের দীর্ঘশ্বাস
বালি খুঁড়তে খুঁড়তে আঙুলে জলের ছোঁয়া
জেগে ওঠে নদী তীরবর্তী শহরগুলি
বুকের পোতাশ্রয়ে নোঙর ফেলে জাহাজ
লাইটহাউস লক্ষ্য করে ছুটে আসে ঢেউ
আলোকবিন্দুটি ক্রমশ বড় হয় নাবিকের চোখে
এলাচ দানার ভেতর গর্ভবতী সময়
জাগতিক রাতের সব গুঞ্জন থেমে গেলে
অপ্রকাশিত অক্ষরগুলি কবিতা হয়ে ওঠে।
ব্যাঙ আর ঝিঁঝিঁ র ডাকে ঢাকা
প্রেমিকার বহুমাত্রিক কলরব
বিবাহবার্ষিকীর ফিকে রোদে
নারী খোঁজে জন্মান্ধ পুরুষ
ঢেউয়ের পর ঢেউ
মুছে যায় দাগ ও নকশা
পলিপড়া হাপরে পুরু হাইড্রোকার্বন
মাটিক্ষয়ে সরে গেছে শেকড় ও সংসার
জোয়ারের পর মৃত জোনাকির চোখ
আলোহীন পথে হেঁটে যায় কিছু প্রানী
বৈষ্ণবীর একতারা ভাঙে রাতের নীরবতা।



No comments:
Post a Comment