আলুপোস্ত
X= প্রেম ও Y= দুপুর হলে
X^Y = হলুদ ছাড়া মাখোমাখো আলুপোস্ত
মায়াবী চোখ। গীটারের ঝংকার।
Life = π অতএব
ভুরু কুঁচকে দেয়াল মুখো বাঙালি
পাটপাট আঁচড়ানো চুল
জ্ঞানভৈরবী। দেড় আনার বারান্দা।
জিবের ডগায় দু’একটি অপ্রাসঙ্গিক...
যাক গে... এসো বসি -
কয়েক গ্লাসের আগে কয়েক কাপ হয়ে যাক
তারপর না হয় পঞ্চাশ অক্ষরের
ধন্যবাদ জমা রেখো কড়িডরে ।
প্রজাপতি বিস্কুট
যদিও প্রেমের কবিতা লেখা হয় অনর্গল
সত্যিই কি প্রেমিক হওয়া যায় এভাবে -
friend zone থেকে labour pain উঠলেই
তবলা বাজিয়ে প্রেম।
হাজার খানা Insta follower এর
দিব্যি খেয়ে বলছি :
তোমার নামের কোনো অ্যান্টিবায়োটিক
শরীরে নেই আজও, অতএব
দু-কাপ লাল চায়ের সঙ্গে
দুটো প্রজাপতি বিস্কুট চলতে পারে অনায়াসেই।



No comments:
Post a Comment