Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় অনুপ মণ্ডল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় অনুপ মণ্ডল 



স্থানিক

হারিয়ে যাওয়া পালতোলা জলযান ও উঠোনের কুলগাছটার সঙ্গে
একই সরল রেখায় অবস্থান করার সুবাদে
একটা সুউচ্চ নারকেলগাছ
বহুদিন ধরে আমাকে ছায়া প্রদান করে চলেছে
সকালে উঠেই
সবার অলক্ষ্যে আমি রোজ নিভে যাওয়া চুল্লি থেকে
একটা করে সাদা পাপ চুরি করে আনি
আমার ভেতর মানুষের অবশিষ্ট বিষাদ ক্রমশ ঘন হয়ে উঠছে
আচমকাই একটা হরিণ
লাফ দিয়ে পার হয়ে গেল মাঝের সংকীর্ন পরিসর

পচা ডোবায় অতীত গল্পগুলোর সঙ্গে
একটা ছাইরঙা বেড়াল
আদরের সঙ্গে নীল রঙ মিশিয়ে আমাকে কেবলই ভয় দেখায়
চারজন মানুষ কফিনবন্দী একটা লাশকে কাঁধে তুলে নিয়ে
দ্যাখো,হনহন করে এদিকেই এগিয়ে আসছে
হারিয়ে যাওয়া জলযানের ঠিকানা লোকটা বোধহয় ঠিকই জানতো




একটা আত্মহত্যা এবং...

আত্মহত্যাকালীন অন্তর্বর্তী চোঁয়াঢেকুরে জীবন যেটুকু জেগে ওঠে
তা' এক সমাধিস্থ গহ্বর বিশেষ
হাত নেই পা নেই
চোখনাকমুখজিভত্বক কিছুই থাকে না
এক পাশে কাত হয়ে পড়ে থাকে মাথা
উদর ও উদরপূর্তি বিষয়ে
কাঁকড়াদের পরিযায়ী হওয়ার প্রশ্নই বারবার উঠে আসে
হাট থেকে কেনা ছিটের লাল ব্লাউজ ও জ্যালজেলে একটা সায়া
শূন্যে ঘুরে যাচ্ছে তখনও
ভোর না হতেই সব শ্বাপদ, পোকামাকড় এমনকি
বেঁজি ও খটাশও বাগানের চৌহদ্দি ছেড়ে চলে গিয়েছিল

পুলিশ আসতে দেরিই হল
উত্তরপশ্চিম কোণ বরাবর বাগানে ঢোকার চেষ্টা করতেই
বড়বাবুরই প্রথম নজরে এল
বাগানের পুরোনো বাসিন্দা অতিবৃদ্ধ এক গোসাপ
বর্ষার জলকাদা মেখে
ধীরে,অতি ধীরে বাগান থেকে নেমে চলে যাচ্ছে চিরকালের জন্য




No comments: