মাধুকরী
কখনও বর্ষণ কখনও দহন
বহনযোগ্য সহনই জীবন
দাহ্য, সে তো প্রাচীনকাল থেকে অব্যয়
হা-খোলা বাতাস
রোধবতী মনেপ্রাণে জানে এসব
রঙের বেদনা উপছায়----কখনও
ছদ্মবেশ, কখনও আভরণহীন
হা চৈতন্য হা বিস্ময় !
মাধুকরী হয়ে থাকে দহনের গান...
আমি এখন উত্তর-ব্যাকরণের হাত ধরে
আমি এখন আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে---
উঠে পড়ার এই তো সময় ...
বয়স ক্রমশ বাড়ছে দ্যাখো তোমার - আমার -
পৃথিবীর, বাড়ছে দূরত্বও
বিশ্বাস কথা রাখে না--ভোরের না,ইমনেরও না
ভাদ্রের হঠাৎ আলো আর মেঘের কালোঝলক
---শব্দান্তরে বসে থাকা হাইফেন,ওদের
সরিয়ে সংক্ষেপিত আলপথ ডাকে :
নীল ইমা..... নী...লি.....মা



No comments:
Post a Comment