Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় অনুপ দত্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় অনুপ দত্ত 


হাজার বছর তোমার কথা ভেবে
(কবি জীবনানন্দ দাসকে প্রণাম জানিয়ে)

হাজার বছর তোমার কথা ভাববো বলে

বহু পথ হেঁটে সাজিয়ে রেখেছি সোনার কড়ি,

অন্ধ সময় হাজার বছর বিস্মৃত প্রায়

তবুও এক, ঘুমে থাকা সোনার স্বপ্ন গড়ি ৷


তোমার কথায় ঠোঁটের পাশে উষ্ণ বাতাস

শরীর অসাড় এখনও মরণ জাগা বোধ,

হাজার বছর পাখীর ডানায় সন্ধ্যা নামে

রোজ হাঁটা-পথে পালায় হিংসা বোধ ৷


হাজার বছর মৃত্যু নামে অনেক মারণ ঝড়ে

কত কিছু দেখি নিজের হিসেবে বন্ধ পোশাক খুলে,

গাছেরাও হয়তো নতুন পাতায় ভরায় সবুজ আঁখর

বহু পথ হেঁটে আমিও ঘুরেছি তোমায় ভাববো বলে ৷

 

পরিচয়-হীন হাজার বছর বর্ষামুখর দিনে

যা কিছু জমিয়েছি তোমার আঙ্গুল পরশ দিয়ো,

এগুলোই আমার তোমাকে পাওয়ার সোনার কড়ি

হাজার বছর  হেঁটে এরাই আমার পরম আত্মীয় ৷



অশ্রু মিলিয়ে দিয়েছে বৃষ্টি জলে


এই জয়পুর শহরে এখন বর্ষাকাল

বেশ বর্ষাকাল ৷ আমাদের ট্যাক্সি -চালক

যুবরাজ ‘টোমার’ তাই বলছিল –

“গতবার সাব শুধু গরম ছিল ৷ ঐ যে

আপনারা বলেন ‘দারুণ অগ্নিবাণে রে ৷

ফুটিফাটা জমিন ৷ কোই গাছ নেহি

না জঙ্গল আছে ৷ শুধু গোলাপি পাথরে

হাজার হাজার মৃত প্রজাপতি লাশ ৷”

 

এবার জয়পুর দেখে মনে হল

নদীখাতে মুখ নামাতে পৃথিবী যেন

চমকে উঠলো ৷ আর অনেক

আগেই বর্ষা নামলো ৷

গোলাপি শহর – এখন সবুজে স্নান করে দাঁড়িয়ে ৷


গাড়ী থেকে দেখা গেল

অনেকেই ছাতা না নিয়ে হাঁটছে

ব্যাগে রাখা হয়তো ৷ ছাতা খুলছে না – মনেহয়

মরুভূমি আবৃত দেশে বৃষ্টি ভিজতে

ভাল লাগছে ৷

শুধু একজন – বৃষ্টি ভিজে ভিজে চলেছে একা

সবার থেকে সে আলাদা৷

তা দেখে

যুবরাজ ‘টোমার’ বলছিল –

'”কাল রাতে যার  বালি-বাড়ী ভেসে গ্যাছে

কোন নদী পাড় বার-জলে

সে একা অশ্রু মিলিয়ে দিয়েছে আজ গোলাপি শহর বৃষ্টি জলে “৷


No comments: