Wednesday, October 6, 2021

শারদীয় সংখ্যা~কবিতায় সুকান্ত ঘোষাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || কবিতায় সুকান্ত ঘোষাল



ঘুষের বসন্ত


যথাক্রমে  প্রথম , দ্বিতীয় ও তৃতীয়
বিচারকের  আদেশে
আমায় ঘর থেকে বের করে দেওয়া হল
এই ঘুষের বর্ষায়
কীভাবে আমি মেরামত করি ভিজে টুপি

ওরা কুয়োতলার লোক
ওরা পাথর ঘষে

ছেঁড়া হাওয়ায় পাতলা হচ্ছে ব্যথা
উড়ে যাচ্ছে
যেভাবে সকলের চোখ এড়িয়ে
আহাম্মক
রাজার চেয়ারে দাগ দেয়


থ্রি-ডি


ক্যাশ-অন-ডেলিভারি স্রোতখণ্ডটির গায়ে
আমার ঠিকানা
ভুল লেখা আছে

বাঁশবাগানের পাশ দিয়ে রাস্তা
সেখানে ঢালাইয়ের কাজ চলছে
তার রাতপাখির চুমুতে
শিয়ালকাঁটার অতিথিনিবাস

আমার ডিজিটাল রেশনকার্ড
গেটে দাঁড়িয়ে হাওয়া খায়

চেয়ারে বসে চাঁদ ঘুমিয়ে পড়েছে
ট্রাভেলব্যাগের চাকা
এখানে গড়াতে পারে না



1 comment:

Debjani Basu said...

স্মৃতি সাধারণ জীবনে র ভিতর এত ঘাৎঘোঁৎ লুকিয়ে আছে।